বিনোদন
এবার বড় পর্দায় কানিজ সুবর্ণা
স্টাফ রিপোর্টার
১৪ মে ২০২২, শনিবার
চমক নিয়েই ফিরেছেন এক সময়ের জনপ্রিয় পপ গায়িকা কানিজ সুবর্ণা। তবে সবাইকে অবাক করে তিনি যুক্ত হলেন অভিনয়ে। তাও আবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে। কানিজ জানান, সম্প্রতি তিনি অংশ নিয়েছেন জাহিদ হোসেন পরিচালিত ‘সুবর্ণ ভূমি’ নামের একটি চলচ্চিত্রে। এই ছবিতে আরও অভিনয় করছেন ওমর সানী, দিলারা জামানের মতো অভিনয়শিল্পীরা। কানিজ বলেন, এটি ভিন্ন ঘরানার ছবি। গল্পটি ভালো। যদিও আমার চরিত্রটি বেশ ছোট। কিন্তু কাজটি করতে গিয়ে নতুন অভিজ্ঞতা হচ্ছে।
জানা গেছে, অভিনয়ের পাশাপাশি গান নিয়েও ভাবছেন কানিজ সুবর্ণা। গান থেকে দীর্ঘ আড়াল প্রসঙ্গে কানিজ আগেই বলেছেন, আমার দুটি সন্তান আছে
বিজ্ঞাপন