বিনোদন
রেইনবো চলচ্চিত্র উৎসবে ‘বনলতা’
স্টাফ রিপোর্টার
১৪ মে ২০২২, শনিবার
লন্ডনের রেইনবো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের শর্টফিল্ম ‘বনলতা’। ২৩তম রেইনবো চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ২৯শে মে। চলবে ৮ দিনব্যাপী। ৩০শে মে দেখানো হবে ‘বনলতা’। এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইভান মনোয়ার। জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা অবলম্বনে সময় উপযোগী করে বানানো হয়েছে এই ফিল্ম। তুলে ধরা হয়েছে ‘নাগরিক’ বনলতার টানাপড়েনের কথা। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান ও সিনথিয়া ইয়াসমিন। নির্মাতা বলেন, জীবনানন্দ দাশ ও তার সৃষ্ট চরিত্র নিয়ে গল্প নির্মাণ একটু চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জটা কতটুকু উৎরাতে পেরেছি, তা দর্শকই ভালো বলতে পারবেন। তবে আমরা আমাদের বেস্ট এফোর্ট ও ভালোবাসা দিয়ে শর্ট ফিল্মটি নির্মাণ করেছি। এরমধ্যেই শর্ট ফিল্মটি ইয়ুথ বাংলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। দর্শক ও ফিল্ম ক্রিটিকদের পছন্দের তালিকায় রয়েছে শর্ট ফিল্মটি। এছাড়া ১৫মে আই থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও রিলিজ পাচ্ছে ছবিটি।