বিনোদন
শুরু হলো ‘আহারে জীবন’র শুটিং
স্টাফ রিপোর্টার
১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার
শুরু হয়েছে সরকারি অনুদানের ‘আহারে জীবন’ নামের সিনেমার শুটিং। সিনেমাটি পরিচালনা করছেন গুণী পরিচালক ছটকু আহমেদ। রোববার থেকে এর শুটিং হয়েছে উত্তরার বিভিন্ন লোকেশনে। এর মাধ্যমে দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরেছেন পূর্ণিমা। এ ছাড়াও এতে অভিনয়ে থাকছেন ফেরদৌস, জয় চৌধুরী, মৌমিতা মৌ, সুচরিতা, অরুণা বিশ্বাস, মিশা সওদাগর প্রমুখ। প্রথমদিনের শুটিংয়ে অংশ নেন সুচরিতা, পূর্ণিমা, জয়, মৌমিতা। দীর্ঘদিন পর সিনেমার শুটিংয়ে ফেরা প্রসঙ্গে এ নায়িকা বলেন, এমন একটি ছবির মাধ্যমে ফিরতে পেরে ভালো লাগছে। একটি ভালো গল্পের সিনেমা এটি। ছটকু ভাই অভিজ্ঞ পরিচালক। তার নির্মিত সালমান শাহকে নিয়ে সত্যের মৃত্যু নেই, বুকের ভেতর আগুন সিনেমা দু’টি দর্শকপ্রিয়তা পেয়েছিল। এমন গুণী পরিচালকের সিনেমাতে কাজ করছি, এটা ভালোলাগার বিষয়। এদিকে এ সিনেমায় পূর্ণিমার ভাইয়ের চরিত্রে কাজ করছেন জয় চৌধুরী। তিনি বলেন, ছবিটির গল্প অনেক সুন্দর। এখানে গল্পই মূল হিরো। পূর্ণিমা আপুর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। ভালো লাগছে কাজ করতে গিয়ে। আশা করছি ভালোভাবে ছবিটির শুটিং শেষ করতে পারবো আমরা।