বিনোদন
বাংলায় ‘জিরো ফ্লোর’
স্টাফ রিপোর্টার
১২ মে ২০২২, বৃহস্পতিবার
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সাড়া জাগানো ইরানি সিনেমা ‘জিরো ফ্লোর’ আসছে বাংলায়। ইব্রাহিম ইব্রাহিমিয়া পরিচালিত ৭৯ মিনিটের এই ছবিটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফরম চরকিতে। বাংলায় ডাবিং করা ‘জিরো ফ্লোর’ আজ রাত ৮টায় দেখা যাবে। অ্যাকশন, ড্রামা, ইমোশন সবই আছে এতে। বিশ্বজুড়ে ছবিটির প্রতি ব্যাপক আগ্রহ আছে। এ কারণে বাংলায় এটি আনা হচ্ছে। ড্রামা ঘরানার সিনেমাটি দর্শকরা উপভোগ করতে পারবেন পরিবার নিয়ে। ছবিতে অভিনয় করেছেন হামিদ রেজা আজারাং, জাভেদ ইজাতি, বেহদোখত ভালিয়েনসহ আরও অনেকে।