বিনোদন
২৮ দিন পর দেশে মাহি
স্টাফ রিপোর্টার
৪ অক্টোবর ২০২২, মঙ্গলবার
টানা দীর্ঘ ২৮ দিন থাইল্যান্ডে কাটিয়েছেন চলতি প্রজন্মের মেধাবি অভিনেত্রী সামিরা খান মাহি। এ সফর শেষ করে দু’দিন আগেই দেশে ফিরেছেন তিনি। এবারের সফরের প্রধান উদ্দেশ্য ছিল তার শুটিং। বেশ কয়েকটি নাটকের শুটিং মাহি করেছেন ব্যাংককে। এরমধ্যে একটি ধারাবাহিক নাটকও রয়েছে। তবে শেষের সাতদিন নিজেকে ও পরিবারকে সময় দিয়েছেন তিনি। মাহির বোনেরা ব্যাংককে গিয়েছিলেন। তাদের সঙ্গে শপিং ও ঘোরাঘুরি করে সময়টা কাটিয়েছেন তিনি। সব মিলিয়ে এ সফর কেমন কাটলো? মাহি বলেন, খুব দ্রুতই বোধহয় ২৮ দিন চলে গেল। কারণ কাজের মধ্যেই ডুবেছিলাম বেশির ভাগ সময়। শুটিংই করেছি ২১ দিন। ৫টি খণ্ড নাটকের কাজ করেছি। যদিও এরমধ্যে একটি নাটকে অতিথি শিল্পী ছিলাম। এ ছাড়া একটি ধারাবাহিকেও কাজ করেছি। মাহি আরও বলেন, টানা শুটিংয়ের পর আমার বোনেরা ব্যাংককে আসে। তখন চার-পাঁচদিন শপিং করেছি। আর দুইদিন ডক্টর চেকআপ করিয়েছি। সব মিলিয়ে কখন যে সময় চলে গেছে বলতে পারি না। তবে যে কাজগুলো করেছি সেগুলো ভালো হয়েছে। দ্রুতই হয়তো অনএয়ার হবে বিভিন্ন চ্যানেলে। এখন কি অবস্থা? মাহি বলেন, একটু বিশ্রাম নিচ্ছি। যদিও হাতে কয়েকটি নাটকের চিত্রনাট্য আছে। সেগুলো পড়ে সিদ্ধান্ত নেবো কাজের। আশা করছি কয়েকদিনের মধ্যেই নতুন কাজের শুটিং শুরু করতে পারবো।