বিনোদন
তাদের ‘তুফান ঘটক’
স্টাফ রিপোর্টার
৪ অক্টোবর ২০২২, মঙ্গলবার
রোমান্টিক-কমেডি গল্প নিয়ে নির্মিত হলো নাটক ‘তুফান ঘটক’। বিদ্যুৎ রায়ের রচনায় ও জিয়াউদ্দিন আলমের পরিচালনায় নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন আশরাফ সুপ্ত। নাটকটি সম্প্রতি স্কাইভিউ ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। আশরাফ সুপ্ত ছাড়া নাটকে আরও অভিনয় করেছেন মিহির আহসান, টুইঙ্কেল ক্রল, আলভী প্রীতি, ইমরান হাসো, ফুয়াদ। মিহির মায়ের চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম।