দেশ বিদেশ
অভিনব কৌশলে সংসদ লাইব্রেরি কর্মকর্তার টাকা উত্তোলন
কাজী সোহাগ
৩ অক্টোবর ২০২২, সোমবার১৫ দিনের শ্রান্তি ও বিনোদন ছুটি নিয়েছিলেন তিনি। এ জন্য সংসদ সচিবালয়ের অর্থ শাখা থেকে টাকা তুলেছেন ৫৫ হাজার ১১০ টাকা। কিন্তু তিনি ছুটি কাটাননি। একই সময় তিনি অফিস করার তথ্য দিয়ে ওভারটাইম তোলেন ১১ হাজার টাকা। পরে ওভারটাইমের সঙ্গে ২৮শে সেপ্টেম্বর তার অ্যাকাউন্টে খাবার বিল হিসেবে যোগ হয় আরও তিন হাজার ২৯০ টাকা। এভাবে সরকারের তহবিল থেকে অনৈতিকভাবে টাকা তুলেছেন সংসদ সচিবালয়ের উপ-পরিচালক (গ্রন্থাগার) বেগম জেব-উন-নেছা। একই কর্মকর্তার বিরুদ্ধে অতীতেও এ ধরনের ঘটনার অভিযোগ রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, গত ৭ই আগস্ট উপ-পরিচালক জেব-উন-নেছা ১৫ দিনের শ্রান্তি ও বিনোদন ছুটির আবেদন করেন। এ প্রেক্ষিতে ১৯শে আগস্ট থেকে ২রা সেপ্টেম্বর পর্যন্ত ছুটি মঞ্জুর হয়। ওই ছুটি কাটাতে তিনি সংসদ সচিবালয়ের অর্থ শাখা থেকে ৫৫ হাজার ১১০ টাকা তোলেন।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন
দেশ বিদেশ সর্বাধিক পঠিত
তানজিম সাকিবের স্ট্যাটাস/ পক্ষে-বিপক্ষে নানা মত
মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]