বিনোদন
‘নিচু মানুষ নিজেকে বড় করতে অন্যকে নিচে ফেলে দেয়’
স্টাফ রিপোর্টার
২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
বাংলাদেশের শোবিজের আলোচিত মুখ সাদিয়া জাহান প্রভা। মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করলেও সাবলীল অভিনয়ের মাধ্যমে শোবিজে শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। ব্যক্তিগত কিছু ঘটনার কারণে দীর্ঘ সময় পর্দার বাইরে থাকার পর বেশ কিছুদিন ধরে আবারো নিয়মিত কাজে ফিরেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় দেখা যায় তাকে। প্রায়ই ব্যক্তি জীবন ও নিজের বিভিন্ন মতামত তুলে ধরতে দেখা যায় প্রভাকে। গত মঙ্গলবার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রভা। হালকা বেগুনি রঙের থ্রি-পিস পরিহিত অবস্থায় দুর্দান্তরূপে ছবিতে ধরা দিয়েছেন তিনি। ছবিটির ক্যাপশনে লিখেছেন, সত্য হলো এমন, কিছু মানুষ রয়েছে যারা আপনি ভালো কাজ করলেও আপনাকে ঘৃণা করবে এবং আপনি তা না করলেও আপনাকে ঘৃণা করবে তারা। যাই হোক না কেন, সেসব দিকে মনোযোগ দেবেন না। এই ধরনের মানুষের সম্মুখীন হওয়ার ক্ষেত্রে আপনি একা নন। মনে রাখবেন, নিচু মানুষ নিজেকে বড় করতে অন্যকে নিচে ফেলে দেয়। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নোংরা মন্তব্যের স্বীকার হতে হয় প্রভাকে। এ কারণে ইনস্টাগ্রামে কমেন্ট বক্স বন্ধ রেখেছিলেন তিনি। তবে পরে অবশ্য তা উন্মুক্ত করে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের জন্য। ২০০৫ সালে মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন সাদিয়া জাহান প্রভা। বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্ম দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন। তবে এখন পর্যন্ত কোনো চলচ্চিত্রে কাজ করেননি এ অভিনেত্রী।