বিনোদন
অর্থাভাবে বন্ধ আকবরের চিকিৎসা
স্টাফ রিপোর্টার
২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
গত কয়েক মাস ধরে মারাত্মক অসুস্থ ‘ইত্যাদি’খ্যাত কণ্ঠশিল্পী আকবর। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন এই সংগীতশিল্পী। কিডনিসহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। একাধিকবার অস্ত্রোপচার করা হলেও শরীর কথা শুনছিল না। এদিকে চিকিৎসার খরচ মেটাতে না পেরে অসুস্থ আকবরকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার স্ত্রী। খবরটি আকবরের ফেসবুকে তুলে ধরে তার স্ত্রী লিখেছেন, অথৈর (আকবরের মেয়ে) আব্বুর শারীরিক অবস্থা খুব একটা ভালো না। তারপরও ভালো খবর পায়ের ইনফেকশনটা আটকানো গেছে। আপাতত পা রেখেই চিকিৎসা চালানো যাবে। এরপর অর্থাভাবে আকবরের চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না উল্লেখ করে তিনি লেখেন, আমার পক্ষে হাসপাতালে রেখে চিকিৎসা চালানো একেবারেই অসম্ভব। গত ১৩ দিন কীভাবে চিকিৎসার খরচ চালিয়েছি সেটা শুধু আমি আর আমার মেয়ে জানি। এই ব্যয়বহুল চিকিৎসা আমি আর চালাতে পারছি না। তাই নিজ জিম্মায় অথৈর বাবাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাচ্ছি। আল্লাহ আমাকে আজ কঠিন এক বিপদের মুখোমুখি করেছেন। এই বিপদ থেকে আমি কীভাবে রক্ষা পাবো, আর কখনো অথৈর বাবাকে আমি সুস্থ করতে পারবো কিনা নিজেও জানি না। সত্যিই খুব অসহায় আমি। নিজের স্বামীকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি।