বিনোদন
নারী ফুটবল দলের সঙ্গে ভাবনার উদ্যাপন
স্টাফ রিপোর্টার
২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবারসম্প্রতি ইতিহাস গড়ে ‘সাফ নারী চ্যাম্পিয়নশিপ’ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো ফুটবলে নারীদের এই অর্জনের আনন্দ ছড়িয়ে যায় সারা দেশে। বিশেষ করে ট্রফি নিয়ে ঢাকায় ফিরে ছাদখোলা বাসে নারীদের বিজয় উদ্যাপনের সেই দৃশ্য ছুঁয়ে গেছে কোটি বাঙালিকে। এদিকে গতকাল সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে’তে গিয়ে নারী ফুটবলারদের শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সঙ্গে তিনি ‘সাফ চ্যাম্পিয়নশিপ’- জয়ের কেক কেটেছেন। আনন্দ ভাগাভাগি করেছেন। এসব মুহূর্তের ছবি নিজের ফেসবুকেও প্রকাশ করেছেন ভাবনা। ছবিগুলোর ক্যাপশনে তিনি বলেছেন, আমাদের মেয়েরা সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছেন। এ শুধু একটি টুর্নামেন্টে বিজয় নয়, নারীর প্রতি অবমাননা, নারীকে হেয় করার প্রবণতা, পুরুষতান্ত্রিক নৃশংসতার সবকিছুরই জবাব বাংলাদেশ নারী ফুটবল দলের এ বিজয়। কতো বড় বড় বাধার প্রাচীর দুমড়ে-মুচড়ে নারী খেলোয়াড়দের এগিয়ে যেতে হয়, সেটা সবাই জানে।
মন্তব্য করুন
বিনোদন থেকে আরও পড়ুন
বিনোদন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]