বিনোদন
প্রেমিকের পেছনে গোয়েন্দা লাগালেন রাখি
বিনোদন ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার
বলিউডের মির্চি গার্ল রাখি সাওয়ান্ত। সম্প্রতি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ও ছবি শেয়ার করে নতুন প্রেমিক আদিল খান ডুরানির নাম প্রকাশ করেছিলেন। নতুন খবর, প্রেমিকের সম্পর্কে খোঁজখবর রাখতে গোয়েন্দা পুষেছেন বলে জানান রাখি। আদিলের প্রাক্তন প্রেমিকা রোশিনা তাকে ফোন করে বলেছেন, তিনি আদিলের সঙ্গে রাত কাটিয়েছেন। এর পরই গোয়েন্দা লাগান রাখি।