বিনোদন
স্ত্রীর সাফল্যে গর্বিত রণবীর
বিনোদন ডেস্ক
(৮ ঘন্টা আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২:৪০ অপরাহ্ন

বলিউডের জনপ্রিয় দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। তারা সবসময়ই সম্পর্কের নিখুঁত উদাহরণ হয়ে থাকেন দর্শকদের হৃদয়ে। আবারও তার প্রমাণ দিলেন রণবীর। হলিউডের বিশ্ববিখ্যাত ‘ওয়াক অব ফেম’-এ নাম উঠেছে দীপিকার। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই ইতিহাস গড়েন দীপিকা। ২০২৬ সালের হলিউড ওয়াক অব ফেম নির্বাচিত হয়েছেন এই বলিউড অভিনেত্রী। দীপিকার এই সাফল্যে রণবীর ইনস্টাগ্রামে আবেগঘন এক বার্তায় স্ত্রীর প্রতি গর্ব প্রকাশ করলেন। রণবীর তার ইনস্টাগ্রাম স্টোরিতে দীপিকার একটি অসাধারণ ছবি পোস্ট করে একটি ইমোজির মাধ্যমে লেখেন, দারুণ গর্বিত তোমার জন্য। এছাড়া রণবীর দীপিকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকেও ট্যাগ করেন এবং ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে বিয়ন্সের জনপ্রিয় গান রান দ্য ওয়ার্ল্ড (গার্লস)।