বিনোদন
গীতিকবি,উদ্যোক্তা ও প্রযোজক সুজনের জন্মদিন আজ
স্টাফ রিপোর্টার
(৯ ঘন্টা আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ১:০৫ অপরাহ্ন

আজ গীতিকার,উদ্যোক্তা ও প্রযোজক এনামুল কবির সুজনের জন্মদিন। তার প্রযোজিত অনেক নাটক জনপ্রিয় হয়েছে। সম্প্রতি এনামুল কবির সুজনের প্রযোজিত ‘মেইড ইন চিটাগং’ চলচ্চিত্রটি দেশ বিদেশে সাড়া ফেলেছে। এই সফলতার ধারাবাহিকতায় তিনি কাজ শুরু করেছেন নতুন সিনেমার। নাটক প্রযোজনার পাশাপাশি গান লিখে প্রশংসা কুড়িয়েছেন সুজন। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের খ্যাতিমান অনেক শিল্পী। এই তালিকায় আছেন বাংলাদেশের রথীন্দ্রনাথ রায়, সাবিনা ইয়াসমীন, আসিফ আকবর, পার্থ বড়ুয়া, পান্থ কানাই, অনিমেশ রায়, কৃষ্ণকলি, কিশোর দাশ,রেহান রসুল,আখি আলমগীর, কোনাল সহ অনেকে। এছারাও তার গান গেয়েছেন পশ্চমবঙ্গের কবীর সুমন, নচিকেতা,ইমন চক্রবর্তী প্রমুখ। ‘দোতারা’ নামের অনলাইন মিউজিক্যাল প্লাটফর্মের কর্ণধার সুজন বর্তামানে গীতিকবি সংঘ বাংলাদেশের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির সদস্য মনোনীত হয়েছেন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক নানা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি।