বিনোদন
কাজী শুভ’র ‘তোমার প্রেমে ছাই’
স্টাফ রিপোর্টার
২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার
প্রতিনিয়ত নতুন গান প্রকাশ করছেন জনপ্রিয় শিল্পী-সুরকার কাজী শুভ। তারই ধারাবাহিকতায় আরও একটি গান প্রকাশ করলেন নিজের ইউটিউব চ্যানেলে। গানের শিরোনাম ‘তোমার প্রেমে ছাই’। জুয়েল মুন্শীর কথায় গানটির সুর করেছেন বিচ্ছেদি পলাশ। আর সংগীত করেছেন আহমেদ সজীব। ভিডিও পরিচালনায় পাবেল মাহমুদ জয়। কাজী শুভ বলেন, বেশ সুন্দর কথা-সুরের একটি গান। বেশ ভালো লেগেছে গাইতে। আশা করছি শ্রোতারাও পছন্দ করবেন।