বিনোদন
তাদের ‘অরোরা সিস্টার্স’
বিনোদন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
বলিউডের আইটেম গার্ল মালাইকা অরোরাকে নতুন একটি ওয়েব সিরিজে দেখা যাবে। সিরিজের নাম ‘অরোরা সিস্টার্স’। যেখানে তুলে ধরা হবে মালাইকা ও তার বোন অমৃতার জীবনের ঘটনা। এই ওয়েব সিরিজে আরও অভিনয় করবেন মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান এবং প্রেমিক অর্জুন কাপুরও। ওয়েব সিরিজ হলেও এই ছবিতে রিয়্যালিটি শোয়ের ছায়াই থাকবে বেশি।