বিনোদন
মা-মেয়ের রসায়ন
স্টাফ রিপোর্টার
২১ সেপ্টেম্বর ২০২২, বুধবার
আজমেরী হক বাঁধন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন সিঙ্গেল মাদারও। একাই বড় করছেন ১২ বছরের মেয়ে সায়রাকে। মেয়ের সঙ্গে বাঁধনের রসায়ন আগে থেকেই ভালো। সম্প্রতি এ অভিনেত্রী তার ফেসবুক অ্যাকাউন্টে মেয়েকে নিয়ে বেশকিছু ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, খুনসুটিতে মেতেছেন মা-মেয়ে। ক্যাপশনে লিখেছেন, মাই ওয়ার্ল্ড (আমার পৃথিবী)। একমাত্র মেয়ে মা’য়ের জগৎ হওয়াটাই স্বাভাবিক। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে বাঁধন জানিয়েছেন, মেয়ে তাকে খুব ভালো বোঝে। মাঝে মাঝে প্রত্যাশার চেয়ে বেশি বুঝতে পারে বাঁধনকে। আর সেজন্যই বাঁধন আড়ষ্ট হয়ে নয়, এগিয়ে যেতে পারছেন স্বমহিমায়।