বিনোদন
নতুন দুই সিনেমায় গাইলেন কনা
স্টাফ রিপোর্টার
১৯ সেপ্টেম্বর ২০২২, সোমবার
নতুন দুই সিনেমার গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। এরমধ্যে একটি হলো ‘প্রেম পুরান’। নতুন এ দ্বৈত গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বেলাল খান। অন্যদিকে সাইফ চন্দন পরিচালিত ‘উস্তাদ’ ছবিতে একটি গান গেয়েছেন কনা। এ গানে তার সহশিল্পী ইমরান মাহমুদুল। সুর ও সংগীত করেছেন আহমেদ হুমায়ূন। কনা বলেন, দু’টি সিনেমার গানই দুই রকম। গেয়ে ভালো লেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।