বিনোদন
চ্যানেল আইতে ‘অচেনা হৃদয়’
স্টাফ রিপোর্টার
১৯ সেপ্টেম্বর ২০২২, সোমবার
চ্যানেল আইতে আজ বিকাল ৩টা ০৫ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘অচেনা হৃদয়’। প্রেমের গল্পের এ ছবিটি পরিচালনা করেছেন এস আই খান। আর এতে অভিনয় করেছেন প্রসূন আজাদ, ইমন, এসআই খান, এবিএম সুমন, টাইগার রবি, শর্মিলী আহমেদ, সুব্রত, রেহানা জলি প্রমুখ।