ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

বিনোদন

বিশেষ দিনে মায়ের টানে ছুটে এলেন জোভান

স্টাফ রিপোর্টার
১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার
mzamin

ক’দিন ধরে কাজের সুবাদে থাইল্যান্ডে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান। সেখানে চার চারটি সিঙ্গেল নাটক ও একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি একটি সিরিয়ালও করেছেন। দীর্ঘ সময় সেখানে কাটিয়ে গতকালই দেশে ফিরেছেন এই অভিনেতা। আর আজই জন্মদিন তার। বিশেষ এই দিনটি মায়ের সঙ্গে কাটাতেই যেন তড়িঘড়ি করে দেশে ছুটে এলেন জোভান। এ প্রসঙ্গে তিনি মানবজমিনকে বলেন, এর আগে নিজের জন্মদিন মা’কে ছাড়া কাটিয়েছি। তবে মায়ের জন্মদিন তাকে ছাড়া কখনো কাটাইনি। প্রতি বছর আমার জন্মদিনে মা’কে গিফ্‌ট দেই। তবে এবারের জন্মদিনে মায়ের জন্য একটা স্পেশাল গিফ্‌ট এনেছি। আমার মনে হয় মা খুব পছন্দ করবেন। জোভান আরও বলেন, বাবা প্রবাসে থাকার সুবাদে তার সঙ্গে জন্মদিনের তেমন স্মৃতি নেই। তবে এবার বাবা-মা দু’জনের সঙ্গেই জন্মদিন কাটবে। এ সময় মুঠোফোনে আবেগপ্রবণ হয়ে জোভান বলেন, বাবা-মা’কে উৎসর্গ করে একটা কথাই বলতে চাই- অনেক ভালোবাসি তাদের। মা-বাবা’র প্রতি ভালোবাসা কখনো কমবে না। জন্মদিনের স্মৃতি প্রসঙ্গে জোভান বলেন, মজার বিষয় হলো, জন্মদিনে ভাবতাম সবাই রাত ১২টায় এসে শুভেচ্ছা জানাবে। যদিও কেউ আসেনি। পরে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দেখি এক ঘণ্টা পরে এসে সবাই শুভেচ্ছা জানাচ্ছে। বিশেষ এ দিনে ভক্তদের উদ্দেশ্যে জোভান বলেন, ভক্তরা আমাকে প্রথম থেকেই যে পরিমাণ সাপোর্ট করেছে, আমার ভালোমন্দ জানিয়েছে, সেটা যেন সব সময় করে। কেননা, সেটা না করলে আমি নিজেকে পরিবর্তন করতে পারবো না। নিজের ভুলটাকে ধরতে পারবো না।  

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status