বিনোদন
জয়া-ফেরদৌসের রোমান্স
স্টাফ রিপোর্টার
১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার
প্রকাশিত হলো মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’- চলচ্চিত্রের গান ‘বয়ে যাও নক্ষত্র’। ব্যান্ড চিরকুট-এর নিবেদনে গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমি। সংগীতায়োজনে পাভেল আরিন। গানটি ১৫ই সেপ্টেম্বর প্রকাশ হয় ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রের ফেসবুক পেজ ও ইমপ্রেস টেলিফিল্মের ইউটিউব চ্যানেলে। গানের ভিডিও চিত্রে দেখা গেছে জয়া আহসান-ফেরদৌসের রোমান্স। ‘বিউটি সার্কাস’ মুক্তি পাচ্ছে আগামী ২৩শে সেপ্টেম্বর।