ঢাকা, ৬ মে ২০২৪, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

ওয়াসার এমডির ব্যাংক হিসাব তলব

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ২৫ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ১:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৩৯ অপরাহ্ন

mzamin

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (২৪ই আগস্ট) ব্যাংকগুলোকে চিঠি দিয়ে তার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

ব্যাংকগুলোকে দেওয়া বিএফআইইউয়ের চিঠিতে পাঁচ কর্মদিবসের মধ্যে তাকসিম এ খানের হিসাবের তথ্য দিতে বলেছে মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠিত সংস্থাটি। বাংলাদেশ ব্যাংকের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৭ই আগস্ট ঢাকা ওয়াসার এমডি হিসেবে তাকসিম এ খানকে গত ১৩ বছরে কী পরিমাণ বেতন-বোনাস ও টিএডিএসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে, সে তথ্য জানতে চান হাইকোর্ট। প্রতিবেদন আকারে ৬০ দিনের মধ্যে ঢাকা ওয়াসা বোর্ড চেয়ারম্যানকে ওই সব তথ্য আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দিয়েছিলেন। 

জানা গেছে, গত ১৩ বছরে ১৪ বার পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসা। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ানো হয়েছে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বেতনও। সর্বশেষ করোনা মহামারির মধ্যে এক লাফে ওয়াসার এমডির বেতন বাড়ানো হয়েছে পৌনে ২ লাখ টাকা। এই বৃদ্ধির পর ওয়াসার এমডি হিসেবে তার মাসিক বেতন দাঁড়িয়েছে ৬ লাখ ২৫ হাজার টাকায়। এ হিসাবে গত ১২ বছরে তাকসিম এ খানের মাসিক বেতন বেড়েছে ৪২১ শতাংশ।  

ওয়াসার এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এসবের মধ্যে রয়েছে- প্রকল্প ব্যয় বাড়ানো, ঠিকাদার সিন্ডিকেটের মাধ্যমে ঘুস বাণিজ্য, উৎকোচ নেওয়া, পছন্দের লোককে চুক্তিভিত্তিক নিয়োগ, অপছন্দের লোককে ওএসডি করা ইত্যাদি। 

দেশের চারটি ওয়াসার মধ্যে ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান, চট্টগ্রাম ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লাহ এবং খুলনা ওয়াসার এমডি মো. আবদুল্লাহ ২০০৯ সাল থেকে দায়িত্বে রয়েছেন।

বিজ্ঞাপন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status