বিনোদন
একাধিক গান নিয়ে মাহেদী হাসান
স্টাফ রিপোর্টার
(৬ মাস আগে) ২৪ আগস্ট ২০২২, বুধবার, ৫:২০ অপরাহ্ন

চলতি প্রজন্মের সংগীতশিল্পী এমডি মাহেদী হাসান। একাধিক নতুন গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সংগীতশিল্পীর পাশাপাশি তিনি একজনও উদ্যোক্তাও। বিভিন্ন সুরকারের সুরে এরইমধ্যে নিজের গানগুলোর কাজ শুরু করেছেন মাহেদী। তার প্রথম অ্যালবামের নাম ছিল ‘ভোরের শুকতারা’। সেই অ্যালবামের মাধ্যমে বেশ ভালো সাড়া পেয়েছিলেন এ শিল্পী। নতুন গান প্রসঙ্গে মাহেদী হাসান বলেন, নানামুখী ব্যস্ততার মাঝেও গান করে যাচ্ছি। গানের প্রতি ভালোবাসা থেকেই আসলে গানের জগতে যাত্রা শুরু। এখন ভালো কিছু গান উপহার দিতে চাই। মাহেদী আরও বলেন, দেশের গুণী কয়েকজন গীতিকার ও সুরকারের সুরে গান করছি।
বিজ্ঞাপন