বিশ্বজমিন
বয়ফ্রেন্ডকে যেভাবে শিক্ষা দিলেন ভারতীয় নারী
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ১৮ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৩৪ পূর্বাহ্ন

ভারতে বয়ফ্রেন্ডের (৩২) সঙ্গে সম্পর্ক এক যুবতী মায়ের (৩৬)। তাদের সম্পর্ক ভালই চলছিল। ওই মা কড়া দৃষ্টি রাখেন তার প্রেমিকের দিকে। তিনি লক্ষ্য করেন, প্রেমিকের দৃষ্টি ভাল নয়। তার ১৪ বছর বয়সী মেয়ের দিকে চোখ পড়েছে ওই প্রেমিকের। সম্প্রতি তাকে ধর্ষণ করতে উদ্যত হয় ওই প্রেমিক। এরপর তাকে উচিত শিক্ষা দিতে ওই মা রান্নাঘরের একটি ছুরি দিয়ে তার প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দেন। বুধবার এ ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের লক্ষ্মীপুর খেরির মাহেভাগঞ্জে।
মাদকাসক্ত স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে ৩৬ বছর বয়সী ওই নারীর। এরপর থেকেই গত দু’বছর তিনি প্রেমিকের সঙ্গে বসবাস করছিলেন। তিনি টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, আমার মেয়েকে এক পর্যায়ে সে ধর্ষণের চেষ্টা করে।
তিনি নিজের প্রেমিকের হাত থেকে মেয়েকে রক্ষা করার জন্য এক রকম লড়াই করেন। ওই নারী বলেন, এক পর্যায়ে রান্নাঘর থেকে ছুরি নিয়ে যাই এবং শিক্ষা দিতে তার গোপনাঙ্গ কেটে ফেলি। যা করেছি, তার জন্য আমার কোনোই অনুশোচনা নেই।
লক্ষ্মীপুর পুলিশ স্টেশনের স্টেশন হাউজ অফিসারের মতে, ওই নারীর বয়ফ্রেন্ডের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে ধর্ষণের মামলা করা হয়েছে। অভিযুক্ত বয়ফ্রেন্ডের অবস্থা সঙ্কটজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে লখনৌতে পাঠানোর প্রয়োজন হতে পারে। তবে ওই নারীর বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন হবে কিনা, সে বিষয়টি পরিষ্কার হওয়া যায়নি।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
পিটার হাসের নিরাপত্তা উদ্বেগ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়/ কূটনীতিকদের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, প্রয়োজনে আরো নিষেধাজ্ঞা
ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার/ আমরা চাই বাংলাদেশে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]