দেশ বিদেশ
ডাকসু নির্বাচন কমিশন ঘোষণা হতে পারে আজ
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
১৬ জুন ২০২৫, সোমবারঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ঘোষণা করা হতে পারে আজ। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার বিকালে সিন্ডিকেট মিটিংয়ের পর এই কমিশন ঘোষণা করা হবে। এদিকে, শিক্ষার্থীদের একটি পক্ষ নির্বাচনের সময়সীমা তথা তফসিল ঘোষণার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা বলছেন, নির্বাচন কমিশন ঘোষণায় নানা রকম বাধা সৃষ্টি হতে পারে। আমাদের এই অবস্থান চলবে নির্বাচন কমিশন ও নির্দিষ্ট সময়সীমা তথা তফসিল ঘোষণা না করা পর্যন্ত। এ অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ মানবজমিনকে বলেন, সোমবার ৫টায় আমাদের সিন্ডিকেট মিটিং রয়েছে। মিটিংয়ে আমরা ডাকসু নির্বাচন কমিশনটা পাস করিয়ে নেবো, এ ব্যাপারে আমরা আশাবাদী। ডাকসু’র নির্বাচনের ব্যাপারে পরবর্তী সকল কার্যক্রম এই নির্বাচন কমিশন ঘোষণা করবে। ডাকসু নির্বাচনের সকল আনুষ্ঠানিকতা এই নির্বাচন কমিশনই পরিচালনা করবে।
বিন ইয়ামিন মোল্লা বলেন, সোমবারের সিন্ডিকেট মিটিংয়ে কোনো ছাত্রবিরোধী সিদ্ধান্ত বা সুপারিশ যেন না আসে সে বার্তা দিতে আমরা এখানে অবস্থান করছি। শিক্ষার্থীদের একমাত্র দাবি- ডাকসু নির্বাচন।
এই নির্বাচন যেকোনো মূল্যেই হতে হবে। ডাকসু নির্বাচন পিছিয়ে দিতে টালবাহানা করছে একটি পক্ষ। তাদের ষড়যন্ত্র সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে মোকাবিলা করা হবে। আমাদের এই অবস্থান চলবে নির্বাচন কমিশন ও নির্দিষ্ট সময়সীমা তথা তফসিল ঘোষণা না করা পর্যন্ত।