ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

দাপ্তরিক সভা হবে জুম অ্যাপে

করোনা সংক্রমণরোধে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি জারি

স্টাফ রিপোর্টার
১৬ জুন ২০২৫, সোমবার

করোনাভাইরাসের সংক্রমণ রোধে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক সভা এখন থেকে অনলাইন প্ল্যাটফরম বিশেষ করে জুম অ্যাপসের মাধ্যমে আয়োজন করতে হবে।
রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যেকোনো দপ্তরে প্রবেশের সময় সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। বিশেষ করে ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর এবং ট্রেজারারের অফিসে প্রবেশের সময় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দপ্তরের বাইরে তিনজনের বেশি একত্রিত না হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সংশ্লিষ্টদের এক্ষেত্রে সচেতন থাকতে বলা হয়েছে, যাতে অপ্রয়োজনীয় ভিড় সৃষ্টি না হয়। এতে আরও বলা হয়, যেসব কর্মকর্তা বা কর্মচারীর মধ্যে করোনার কোনো উপসর্গ দেখা দেবে, তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সার্ভিসেস দপ্তর অথবা আইইডিসিআর-এর হটলাইনে (০১৪০১-১৯৬২৯৩) যোগাযোগ করে পরামর্শ অনুযায়ী কোভিড পরীক্ষা করাতে হবে। পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত জানানোর জন্যও নির্দেশনায় উল্লেখ রয়েছে। একইসঙ্গে, বিশ্ববিদ্যালয়ে আসা সেবাগ্রহীতাদের ক্ষেত্রেও কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশ দেয়া হয়েছে। মাস্ক পরা এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে সেবা নিতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে, যাতে কেউ নিয়ম ভঙ্গ করতে না পারে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status