দেশ বিদেশ
দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৫
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
১৫ জুন ২০২৫, রবিবার
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নাবিল পরিবহনের ২ নারী যাত্রীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট পৌরসভার নুরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা ঘোড়াঘাট হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে দুর্ঘটনার পরই নাবিল পরিবহনের চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদরের কেকে বাড়ি গ্রামের হাশেম আলীর কন্যা তামান্না (২৫), একই জেলার বড় বালিয়া গ্রামের মো. তারিকুল ইসলামের ছেলে মো. আরিফ ইসলাম (২৫), নওগাঁ সদরের পারপুর গ্রামের মৃত আক্কাসের ছেলে আমিনুল ইসলাম (৪৭) (সুপারভাইজার), পঞ্চগড় জেলার বোদা উপজেলার টুনির হাটের মো. খালেক আলীর ছেলে সেনাসদস্য এরশাদ হোসেন রাশেদ (২৫) ও ঢাকার আমিন বাজার এলাকার মো. রাহাত (৩৫)। এ ছাড়া আহতরা হলেন- রানা, মৃত্তিকা, সাকিব, নাছিমা, গাজীবুর, তরিকুল ও ফকরুল ইসলাম। ঘোড়াঘাট থানা সূত্রে জানা গেছে, পূর্ব থেকেই ওই স্থানে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি আমবোঝাই ট্রাক ও ১০ চাকার বালুবোঝাই ট্রাক অকেজো হয়ে রাস্তা পাশে ছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতগামী নাবিল পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে প্রথমে আমবোঝাই ট্রাকে সজোরে ধাক্কা দেয়। পরে ১০ চাকার বালুবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে নাবিল পরিবহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে, পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নাবিল পরিবহনে থাকা ৩ জন যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় আরও দুই যাত্রীকে ঘোড়াঘাট হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। ঘটনাস্থল পরিদর্শন শেষে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।