দেশ বিদেশ
সুনামগঞ্জে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় চাচিকে কুপিয়ে হত্যা
সুনামগঞ্জ প্রতিনিধি
১৫ জুন ২০২৫, রবিবার
সুনামগঞ্জের দোয়ারাবাজারে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় চাচিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের চার বছরের মেয়ে তোফা আক্তার নামে আরও একজন আহত হয়েছে। শুক্রবার রাতে নিয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুকশানা বেগম (৩৫) দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের ফিরিজ আলীর স্ত্রী। ঘাতক মো. জসিম উদ্দিন (২৬) একই গ্রামের মৃত ওয়ারিছ আলীর ছেলে এবং নিহতের ভাতিজা। এ ঘটনায় অভিযান চালিয়ে ঘাতককে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, দীর্ঘদিন ধরে ঘাতক জসিম তার চাচি রুকশানা বেগমকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। শুক্রবার সন্ধ্যা রাতে কুপ্রস্তাব দিলে এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে নিজ ঘর থেকে জসিম ধারালো অস্ত্র (দা) দিয়ে রুকশানাকে মাথা ও শরীরে কোপাতে থাকে। একপর্যায়ে রুকশানা চিৎকার দিলে স্থানীয়রা এসে রুকশানাকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসকরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। পরে সেখানেই রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।