দেশ বিদেশ
রাজাপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
১৫ জুন ২০২৫, রবিবার
ঝালকাঠির রাজাপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ভাণ্ডারিয়াগামী হানিফ পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পাকাপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযানে অংশ নেয় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। তবে নিহতদের মধ্যে একজন ট্রাকের ড্রাইভার অপরজন ট্রাকের আরোহী। নিহত ট্রাক ড্রাইভার মশিয়ার রহমান পরিচয় শনাক্ত হলেও অপর জনের পরিচয় শনাক্ত হয়নি। স্থানীয়রা জানায়, হানিফ পরিবহনের বাসটি দ্রুত গতিতে এসে একটি ইজিবাইক সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং বাসটি ট্রাকের ওপরে উঠে গেলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকে থাকা ২ জনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায়। অপরজনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ বিষয়ে রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।