দেশ বিদেশ
মিরপুরে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
১৫ জুন ২০২৫, রবিবারকুষ্টিয়ায় মিরপুরে সাপের দংশনে জহিনা খাতুন (৫২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জহিনা কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকার আব্দুল আলীমের স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, শনিবার ভোরের দিকে চুলায় ধান সিদ্ধ করার সময় খড়ির ঘর থেকে জ্বালানি খড়ি নেয়ার সময় তাকে বিষাক্ত সাপে দংশন করে। পরে পরিবারের লোকজন দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।