ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

নিজের নিরাপত্তা পরিষদের মিটিং আহ্বান করেছেন ম্যাক্রন, উত্তেজনা প্রশমনের আহ্বান ইউরোপের

মানবজমিন ডেস্ক
১৪ জুন ২০২৫, শনিবার

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য নিজের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা পরিষদের মিটিং আহ্বান করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ফরাসি প্রেসিডেন্সি থেকে এ কথা বলা হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে নতুন করে এই সহিংসতাকে গভীর উদ্বেগের বলে আখ্যায়িত করেছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লুস্কাই’য়ে এক পোস্টে তিনি বলেছেন, সব পক্ষকে সর্বোচ্চ সংযম, অবিলম্বে উত্তেজনা প্রশমন ও প্রতিশোধ নেয়া থেকে বিরত থাকার আহ্বান জানায় ইউরোপ। যেকোনো সময়ের চেয়ে এখন অধিক জরুরি কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করা। সেটা করা উচিত আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে। উরসুলা ভন ডার লিয়েন যখন এই আহ্বান জানান, তখন ইরান প্রতিশোধ হিসেবে শতাধিক ড্রোন হামলা চালায় ইসরাইলে। সেইসব ড্রোনের পরিণতি কি হয়েছে নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে অব্যাহত হামলা চালানোর ঘোষণা দিয়েছেন। তার দেশ সাফ জানিয়ে দিয়েছে, এই যুদ্ধ দীর্ঘায়িত হবে। 
ওদিকে লেবাননের যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহ জানিয়ে দিয়েছে তারা এই যুদ্ধ থেকে দূরে থাকবে। বার্তা সংস্থা রয়টার্সকে সংগঠনটির একজন কর্মকর্তা এ কথা বলেন। তিনি বলেন, ইসরাইলের হামলার প্রতিশোধ নেয়ার জন্য নিজেরা ইসরাইলে কোনো হামলা শুরু করবে না। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে গাজায় হামলা চালায় ইসরাইল। তখন প্রকাশ্য বিবৃতি দিয়ে তারা হামাসের পক্ষ নিয়ে ইসরাইলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। এরই মধ্যে ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ। আরেক রিপোর্টে বলা হয়েছে, ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরাইল। ইরানের বার্তা সংস্থা ফার্স রিপোর্টে বলেছে, তাবরিজ শহরের বিমানবন্দরের কাছে নতুন করে হামলা করা হয়েছে। এতে রাষ্ট্রীয় টেলিভিশনকে উদ্ধৃত করে বলা হয়, কয়েক মিনিট আগে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে আজারবাইজানের পূর্বাঞ্চল থেকেও। বার্তা সংস্থা তাসনিম বলছে, এর আগে ওই প্রদেশে ১০টি স্থানে হামলা হয়েছে। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।    

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status