দেশ বিদেশ
ইরান ও ইসরাইলকে সংযম প্রদর্শনের আহ্বান বৃটিশ প্রধানমন্ত্রীর
মানবজমিন ডেস্ক
১৪ জুন ২০২৫, শনিবারইরান ও ইসরাইলকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বৃটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। দু’পক্ষের পাল্টাপাল্টি হামলাকে উদ্বেগজনক অভিহিত করে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান তিনি। বলেছেন, ক্রমবর্ধমান উত্তেজনা কারও জন্যই ভালো ফলাফল নিয়ে আসবে না। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। স্টারমার আরও বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতাই অগ্রাধিকার পাবে এবং উত্তেজনা কমাতে আমরা অংশীদারদের সঙ্গে আলোচনা করছি। এখন সংযম প্রদর্শন, শান্ত থাকা ও কূটনীতিতে ফিরে আসার সময়। স্টারমারের সংযম প্রদর্শনের আহ্বানের সঙ্গে সহমত প্রকাশ করেছেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তিনি বলেছেন, উত্তেজনা আরও বৃদ্ধি পেলে তা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াবে। আরও বলেছেন, বিশ্ব নিরাপত্তার জন্য মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা অনেক গুরুত্বপূর্ণ। এটি একটি বিপজ্জনক মুহূর্ত এবং আমি সকল পক্ষের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।