দেশ বিদেশ
চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর নজরুল ইসলাম
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৪ জুন ২০২৫, শনিবার
চট্টগ্রাম জামায়াতের আমীর পদে পরিবর্তন এসেছে। সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে সরিয়ে নায়েবে আমীর নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত আমীর পদে দায়িত্ব দেয়া হয়েছে। আর শাহজাহান চৌধুরীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতকানিয়া লোহাগাড়া আসনের প্রার্থী ঘোষণার পাশাপাশি দলের কেন্দ্রীয় জনশক্তি পদে রাখা হয়েছে।
শুক্রবার নগর জামায়াতের কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশে দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই ঘোষণা দেন। সমাবেশে শাহজাহান চৌধুরীও উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত আমীর পদে আসা নজরুল ইসলাম বর্তমান কমিটির নায়েবে আমীর। তিনি নগর জামায়াতের সেক্রেটারি পদেও ছিলেন। তিনি দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা। আমীর পদে পরিবর্তনের বিষয়ে মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমানের পক্ষ থেকে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ই জুন বিকালে বিআইএ মিলনায়তনে (জামায়াত কার্যালয়) বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বিশেষ অতিথি ছিলেন এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আব্দুল হালিম ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানসহ চট্টগ্রাম অঞ্চল টিম সদস্যবৃন্দ।
উক্ত দায়িত্বশীল সমাবেশে মুহতারাম আমীরে জামায়াতের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নির্বাহী পরিষদে গৃহীত নিম্নোক্ত সিদ্ধান্ত অবহিত করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর আলহাজ শাহজাহান চৌধুরীকে কেন্দ্রীয় জনশক্তি হিসেবে ঘোষণা করেন এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলামকে চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মনোনীত করা হয়।’
এর আগে শুক্রবার সকালে সাতকানিয়ায় সর্বস্তরের দায়িত্বশীলদের সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রাম-১৫ আসনে শাহজাহান চৌধুরীকে এমপি প্রার্থী ঘোষণা করেন মিয়া গোলাম পরওয়ার। চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জননেতা ও চট্টগ্রাম মহানগরী আমীর জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইসহাক। সেই সমাবেশে গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কাছে আসলে রাজনীতির অনেক মেরূকরণ হয়, বিভিন্ন দল, জোট, সমঝোতার রাজনীতি শুরু হয়। আমরা আশা করছি নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম না হোক, এদেশে আমাদের আদর্শ ও মূল্যবোধ ধ্বংস করতে না পারে।’
তিনি বলেন, বিভিন্ন দেশপ্রেমিক ইসলামিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা করে একটি বৃহত্তর ঐক্যে নির্বাচনের পরিবেশ তৈরি করা হচ্ছে ইনশাআল্লাহ। দেশপ্রেমের জন্য, গণতন্ত্রের জন্য, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধরে রাখার জন্য, জাতীয় ঐক্য রক্ষার জন্য, যেকোনো দলের সঙ্গে ঐক্য গড়তে হলে জামায়াতে ইসলামী তাতে রাজি আছে। সেসব দলের সঙ্গে অভ্যন্তরীণ আলোচনা ও মতবিনিময় চলছে। আমরা আশা করি ঐক্য হয়ে যাবে, ইসলামিক অনেক দলের সঙ্গে আলোচনা চলছে।