ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

ফুলবাড়ীতে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
১৪ জুন ২০২৫, শনিবার

দিনাজপুরের ফুলবাড়ীতে তীব্র দাবদাহ  আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। ফলে বিশেষ কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। এতে করে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। অনেকে আখের রস, লেবু পানি ও শরবত খেয়ে তৃষ্ণা নিবারণ করছেন। সকাল ১০টার পর থেকে বিকাল পর্যন্ত ফাঁকা হয়ে পড়ছে ফুলবাড়ী পৌরশহরের রাস্তাঘাট। তবে দাবদাহ আর গরমের জন্য চাহিদা বেড়েছে দই, ঘোল, শরবত, তালের শাসসহ কোমল পানীয়গুলোর। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে, শ্রমিকসহ মাঠে কাজ করা শ্রমজীবী মানুষেরা দাবদাহে হাঁপিয়ে উঠছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দাবপ্রবাহ। দুপুরের দিকে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই অবস্থা। কৃষকরা বলছেন, তাপদাহের কারণে মাঠে কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠছেন তারা। ইতিমধ্যে বেশ কয়েকজন নারী কৃষিশ্রমিক রাস্তার কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। পৌর শহরের রিকশাচালক ফকির আলী বলেন, গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে রাস্তায় লোকজন পাওয়া যাচ্ছে না। সকালে রিকশা নিয়ে বের হলেও যাত্রীর অভাবে তেমন আয় রোজগার হচ্ছে না। আয় না হওয়ায় অনেকে বিকালে রিকশা বের করছেন। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ মো. তোফাজ্জল হোসেন বলেন, গত তিনদিন ধরে দিনাজপুর জেলার তাপমাত্রা ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে উঠানামা করছে। শুক্রবার (১৩ই জুন) দুপুর ১২টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৪৯ শতাংশ। একইভাবে গত মঙ্গলবার (১০ই জুন) তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং গত সোমবার (৯ই জুন) দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও বলেন, বর্তমানে জেলাজুড়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকলেও এর তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাতাসের আর্দ্রতা বা জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বাতাসের গড় আর্দ্রতার পরিমাণ ৬১ শতাংশ। বিশিষ্ট চিকিৎসক ডা. একেএম রেজাউল আলম লাবু বলেন, বর্তমানে মাঝারি তাপপ্রবাহের জন্য মানুষ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তবে এ সময় রোদ ও গরম এড়িয়ে চলতে ও বেশি বেশি পানি পান করার পরামর্শ দেন তিনি।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status