দেশ বিদেশ
কানাইঘাট প্রেস ক্লাবের দায়িত্বে নতুন কমিটি
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি
১৪ জুন ২০২৫, শনিবারঐতিহ্যবাহী সিলেটের কানাইঘাট প্রেস ক্লাবের ২০২৫-২৭ সেশনের দ্বিবার্ষিক নির্বাচন গতকাল বৃহস্পতিবার বিকালে ক্লাব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্লাবের সদস্যদের গোপন ভোট প্রদানের মাধ্যমে (দৈনিক যায়যায়দিন, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কানাইঘাট প্রতিনিধি) নিজাম উদ্দিন সভাপতি ও (দৈনিক আমার সংবাদ, দৈনিক সিলেট মিরর পত্রিকার কানাইঘাট প্রতিনিধি) মাহবুবুর রশিদ সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে (দৈনিক শ্যামল সিলেটের কানাইঘাট প্রতিনিধি) হাফিজ আহমদ সুজন নির্বাচিত হন। এ ছাড়াও নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে (দৈনিক ভোরের কাগজ, দৈনিক জৈন্তাবার্তার পত্রিকার কানাইঘাট প্রতিনিধি) আব্দুন নুর ও দৈনিক জনতার সিলেট জেলা প্রতিনিধি ও অপূর্ব সিলেটের সম্পাদক তাওহীদুল ইসলাম, সহ-সম্পাদক পদে (দৈনিক বর্তমান, দৈনিক যুগভেরী পত্রিকার কানাইঘাট প্রতিনিধি) মুমিন রশিদ, কোষাধ্যক্ষ পদে (দৈনিক খোলা কাগজ, দৈনিক সবুজ সিলেট পত্রিকার কানাইঘাট প্রতিনিধি) আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে (দৈনিক কালবেলা, দৈনিক একাত্তরের কথা পত্রিকার কানাইঘাট প্রতিনিধি) সুজন চন্দ অনুপ, ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন আজাদ, তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে দৈনিক ভোরের সময় পত্রিকার কানাইঘাট প্রতিনিধি মাহফুজ সিদ্দিকী নির্বাচিত হন। ক্লাব নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কানাইঘাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফরিদ আহমদ, নির্বাচন কমিশনার সদস্য ছিলেন কানাইঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুহেল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কলামিস্ট মাস্টার মো. মহি উদ্দিন, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, সিলেট প্রেস ক্লাবের সদস্য কাওছার আহমদ। প্রেস ক্লাবের নির্বাচনের সময় দৈনিক সকালের খবর ও এশিয়ান এইজের সিলেট ব্যুারো চিফ সাংবাদিক আব্দুল হালিম সাগর, প্রেস ক্লাবের সহযোগী সদস্য দৈনিক স্বাধীন বাংলার স্টাফ রিপোর্টার মুফিজুর রহমান নাহিদ, দৈনিক মানবজমিন পত্রিকার কানাইঘাট প্রতিনিধি মুফিজুর রহমান তালুকদার, দৈনিক সোনালী সিলেটের কানাইঘাট প্রতিনিধি মিজানুর রহমান লাভলু, সংবাদকর্মী ওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।