ঢাকা, ২০ জুন ২০২৫, শুক্রবার, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে শিক্ষার্থীদের টিকটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
২২ মে ২০২৫, বৃহস্পতিবার
mzamin

যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানের দিনে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফ্যান, লাইট, সিসি ক্যামেরা, চেয়ার ও টেবিল ভাঙচুর করে টিকটক ভিডিও তৈরি করেছে ছয় শিক্ষার্থী। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের মাঝে। গত ২০শে মে রাতে স্বাধীন বাবু নামে এক শিক্ষার্থীর ফেসবুক প্রোফাইলে এসব ভিডিও প্রকাশ পায়। এতে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী স্কুলের শ্রেণিকক্ষে ভাঙচুর করে মজা করছে এবং তা মোবাইল ক্যামেরায় ধারণ করে টিকটক ভিডিও বানিয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীরা হলো- রহিত, মাসুদ, আপন, অর্ণব, মাসুম বিল্লাহ ও সামির। তারা সবাই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল কবীর জানান, পরীক্ষার আগে আমরা নিয়মমাফিক বিদায় অনুষ্ঠান আয়োজন করেছিলাম। সে দিনই এই শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ঢুকে ফ্যান, সিসি ক্যামেরা এবং নিজেদের ও শিক্ষকদের চেয়ার ভাঙচুর করে। প্রথমে জানা না গেলেও ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়। বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষার্থীর অভিভাবকদের জানানো হয়েছে। এদিকে স্থানীয় এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের মাঝে এই ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিদ্যালয়ের সাবেক শিক্ষক আহসান উল্লাহ বলেন, স্কুলজীবন শেষ হওয়া মানেই বেদনার এক অধ্যায়। কিন্তু এ ধরনের অপকর্ম আমাদের লজ্জিত করেছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status