দেশ বিদেশ
কিশোরগঞ্জে ছাত্রদলের নতুন কমিটি গঠন
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
১৭ মে ২০২৫, শনিবার
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরে বৃহস্পতিবার নতুন এই কমিটির অনুমোদন দেয়া হয়। এতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম নিশাদকে সভাপতি ও জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রেদোয়ান রহমান ওয়াকিউরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া পাঁচ সদস্যবিশিষ্ট কমিটিতে অন্যদের মধ্যে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক রাফিউল ইসলাম নওসাদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক মো. জাকির হোসেন রাজীবকে সাংগঠনিক সম্পাদক পদ দেয়া হয়েছে। কমিটির অনুমোদনপত্রে আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালের ১৪ই জুন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের ৫৮ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছিল। এর তিন বছরেরও বেশি সময় পর ২০২১ সালের ২৭শে সেপ্টেম্বর ৩৮৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায়। এবার তিন বছর সাড়ে ৭ মাস পর জেলা ছাত্রদলের পাঁচ সদস্যবিশিষ্ট নতুন এই আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।