বিনোদন
চার মাস পর প্রেক্ষাগৃহে জয়া
স্টাফ রিপোর্টার
১৬ মে ২০২৫, শুক্রবার.webp)
সবশেষ গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় জয়া আহসান অভিনীত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। সেই ছবিতে তার অভিনয় বরাবরের মতোই প্রশংসিত হয়। এবার চার মাসের ব্যবধানে প্রেক্ষাগৃহে ফের আসছেন এই অভিনেত্রী। করোনাকালে নির্মিত ছবি ‘জয়া আর শারমিন’ আজই মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। করোনার সময়ে ঘর থেকে বের হওয়া বারণ ছিল। অনেকেরই তখন রান্না করে সময় কাটতো। রেসিপি নিয়ে চলতো নানা নিরীক্ষা। সেই সময়ের ঘরবন্দি জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘জয়া আর শারমিন’। জয়া ছাড়াও ছবিটির আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মহসিনা আক্তার। ছবির গল্পে দেখা যাবে একজন অভিনেত্রী, আরেকজন গৃহকর্মী। করোনাকালে জয়ার বাড়িতে আটকা পড়েন শারমিন। এই ছবির অনেকটা জুড়েই আছে তাদের রান্নার গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন পিপলু
আর খান। সিনেমাটির শুটিং হয়েছে করোনা মহামারি চলাকালে। শুটিং প্রসঙ্গে জয়া আহসান বলেন, ওই সময়টাকে ধরে রাখার জন্য কাজটি করেছি। নিরাপত্তা নিশ্চিত করেই শুটিং করেছি। যারা সিনেমাটি দেখবেন করোনার সময়ে ফিরে যাবেন। জয়া আহসান আরও বলেন, তখন অনেকেই মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন। অনেকেই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। আমরা বেঁচে গেলেও অস্থির একটা সময় পার করে এসেছি। সে সময় শুটিং করা কতোটা কঠিন ছিল? জয়া বলেন, করোনার সময় সব বন্ধ ছিল। শুটিং করা সহজ ছিল না। তারপরও আমরা সিদ্ধান্ত নিলাম যে ‘জয়া আর শারমিন’ সিনেমার শুটিং করার। শেষ পর্যন্ত ভালোভাবেই সম্পন্ন করি।