বিনোদন
ভিন্ন মেজাজে শ্রদ্ধা কাপুর
বিনোদন ডেস্ক
১৬ মে ২০২৫, শুক্রবার
সোশ্যাল প্ল্যাটফরমে নায়িকাচিত দূরত্ব না রেখে অনুরাগীদের কাছে গার্ল নেক্সট ডোর ইমেজ রয়েছে শ্রদ্ধা কাপুরের। এই মুহূর্তে ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সবচেয়ে বেশি। ইনস্টায় প্রায় ৯৪ মিলিয়ন মানুষ তাকে ফলো করেন। তাই শ্রদ্ধার সঙ্গে বিশেষ আলাপচারিতার আসরে যোগ দিয়েছিলেন ইনস্টাগ্রাম ও মেটার প্রধান অ্যাডাম মুসেরি। অভিনয় বা তার কোনো সিনেমা নিয়ে আলোচনা নয়, একেবারে ভিন্ন মেজাজে সেখানে পাওয়া গেল কন্টেন্ট ক্রিয়েটর শ্রদ্ধাকে। শ্রদ্ধা বলেন, সত্যি-মিথ্যার পার্থক্য ক্যামেরায় ধরা পড়ে। কেউ অথেনটিক না হলে সেটা সহজেই বোঝা যায়। তাই অথেনটিসিটি ইজ দ্য ওয়ে। আমার অভিজ্ঞতা বলে একজন মানুষ আসলে ঠিক যে রকম, তেমনটা সামনে তুলে ধরলেই অনেক বেশি মানুষের সঙ্গে কানেক্ট করা যায়। শ্রদ্ধা আরও বলেন, কোনো ট্রেন্ডিং গানে লিপ দিতে ভালো লাগে আমার। আর ভারতে এই মুহূর্তে লিপ কালচার প্রচুর স্ট্রং। পার্সোনালি, আই লাভ মিম। আমাকে মিম অ্যাডিক্টও বলতে পারেন। আসলে মিম-এর মাধ্যমে কাছের মানুষদের সঙ্গে খানিক মজার মুহূর্ত শেয়ার করে নেয়ার ধারা জারি থাকে। আমার মনে হয়, আমার মতো অনেকের ক্ষেত্রেই এমনটা হয়।