বিনোদন
৮ বছর পর চিরকুটের অ্যালবাম
স্টাফ রিপোর্টার
১৫ মে ২০২৫, বৃহস্পতিবার
দেশ ও দেশের বাইরে সমান জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। আজ দীর্ঘ আট বছর পর তারা তাদের চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’ প্রকাশ করলো। এ অ্যালবামে থাকছে নতুন ১০টি গান। শারমিন সুলতানা সুমির কথা-সুরে গানগুলো তৈরি করেছে ‘চিরকুট’। আর এর মাধ্যমে দেশ-বিদেশে চিরকুটের অগণিত শ্রোতার নতুন অ্যালবামের অপেক্ষা শেষ হলো। ব্যান্ডটি জানায়, স্পটিফাই, অ্যাপল মিউজিক, ইউটিউব, ফেসবুক মিউজিকসহ সকল স্ট্রিমিং প্ল্যাটফরমে গানগুলো মঙ্গলবার রাত থেকে শোনা যাচ্ছে। তারা আরও বলেন, এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ব্যান্ড হিসেবে অ্যালবাম আমাদের সবচেয়ে বড় অস্তিত্বের জায়গা। এরইমধ্যে ‘দামী’ নামে প্রথম গানটির ভিডিও প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছে ব্যান্ডটি। আরও দু’টি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ করতে যাচ্ছে ব্যান্ডটি। নতুন অ্যালবাম প্রকাশ সম্পর্কে চিরকুট জানায়, ২৩ বছরের পথচলায় চিরকুটের মূল শক্তি ছিল শ্রোতাদের ভালোবাসা। তার সঙ্গে ছিল- সকল প্রতিকূলতাকে পেছনে ফেলে এগিয়ে চলা, নিজেদের ক্রমাগত সৃষ্টিতে নিয়মিত নতুন গান, পরিশ্রম ও একাগ্রতা। আর এসবের মূলে ছিল ব্যান্ডের প্রতি আমাদের নিষ্ঠা আর নিঃস্বার্থ ভালোবাসা। আর তাই আমরা মনে করি ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কিছু নেই। এমনিতেই জীবনটা খুব ছোট আর এই জীবনটাও ভালোবাসার জন্য যথেষ্ট না। তাই এই অসীম স্পিরিটের সঙ্গে থাকতে নানা আঙ্গিকের ভালোবাসাকে কেন্দ্র করে ১০টি গান নিয়ে শ্রোতাদের জন্য চিরকুটের উপহার ‘ভালোবাসাসমগ্র’। অ্যালবামের গানগুলো হলো- দামী, হিয়া, উত্তরে ভালো না, আগুন, ডাক, কেন তুমি এলে না, ভালোবাসি তোমায়, দিন যায়, অসুখ সেরে যায়, দরদি।