ঢাকা, ১৪ মে ২০২৫, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

নিরোর হাতে উঠলো কানের স্বর্ণপাম

বিনোদন ডেস্ক

(৩ ঘন্টা আগে) ১৪ মে ২০২৫, বুধবার, ১১:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৬ অপরাহ্ন

mzamin

বছর পেরিয়ে আবারও শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর। বিশ্বের সিনেমাপ্রেমীরা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে। সেখানে ঘটছে সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা। বাংলাদেশ সময় গত রাত সোয়া ১১টায় শুরু হয় উদ্বোধনী আয়োজন। আর এই আয়োজনে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেওয়া হয়েছে নন্দিত হলিউড অভিনেতা-নির্মাতা রবার্ট ডি নিরোর হাতে। সম্মাননা তুলে দেন হলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিকাপ্রিও। এছাড়া তিন বছর পর কানে ফিরছেন টম ক্রুজ। হলিউডের এই তারকাকে ঘিরে কানে এবারও উন্মাদনার শেষ নেই। তার অভিনীত নতুন ছবি ‘মিশন: ইম্পসিবল—দ্য ফাইনাল রিকনিং’ প্রদর্শিত হবে আজ। ইউক্রেনকে উৎসর্গ করে গতকাল উদ্বোধনী দিনে তিনটি বিশেষ ছবির প্রদর্শনী হয়েছে। ‘জেলেনস্কি’, ‘নথো গেয়ার’ ও ‘২০০০ মিটারস টু আন্দ্রিভকা’। ‘ইউক্রেন ডে’ শীর্ষক এ আয়োজনে শিল্পী, লেখক ও সাংবাদিকদের পক্ষ থেকে ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের প্রতিবাদ জানানো হয়েছে। গত বছর কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’-এ বাজিমাত করেছিলেন নিতানশি গোয়েল। সিনেমাটিতে ‘ফুল’ চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি লাভ করেন ১৭ বছর বয়সী এ অভিনেত্রী। এবার কান উৎসবে হাজির হবেন ভারতীয় ‘ফুল’। বিখ্যাত প্রসাধনী ব্র্যান্ড লরিয়েল প্যারিসের প্রতিনিধি হয়ে তিনি হাঁটবেন কানের লাল গালিচায়। আগামীকালই তাকে লাল গালিচায় দেখা যাবে। জানা যায়, লরিয়েলের সবচেয়ে কম বয়সী প্রতিনিধি হিসেবে কানে যাচ্ছেন নিতানশি। এ বছর আরো কয়েকজন ভারতীয় অভিনেত্রী যাবেন কানে। এর মধ্যে প্রথমবারের মতো যাবেন আলিয়া ভাটও। এছাড়া ঐশ্বরিয়া রাই বচ্চনও থাকবেন।

বিনোদন থেকে আরও পড়ুন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status