বিনোদন
সুখবর দিলেন অ্যাম্বার হার্ড
বিনোদন ডেস্ক
১৪ মে ২০২৫, বুধবার
হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড মা দিবসে ঘোষণা করেছেন যে, তিনি যমজ সন্তান জন্ম দিয়েছেন। এক কন্যা, নাম অ্যাগনেস, এবং এক পুত্র, নাম ওশান। এই দুই নবজাতক তার চার বছর বয়সী কন্যা উনাগ পেইজের ছোট ভাইবোন। হার্ড সুখবর জানিয়ে ইনস্টাগ্রাম পোস্টে বলেন, আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি যে আমি হার্ড পরিবারে যমজ সন্তানকে স্বাগত জানিয়েছি। আমার কন্যা অ্যাগনেস এবং পুত্র ওশান আমার হৃদয় পূর্ণ করে রেখেছে।