বিনোদন
সমিতি আছে শিল্পী নেই
স্টাফ রিপোর্টার
১৪ মে ২০২৫, বুধবার
এক সময়ের দর্শকপ্রিয় নায়ক অমিত হাসান। অন্য অনেকে চলচ্চিত্র শিল্পীর মতো তিনিও চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে সম্প্রতি অসন্তোষ প্রকাশ করলেন। ফেসবুকে পোস্ট দিয়ে অমিত হাসান লিখেন, শিল্পী সমিতি আছে কিন্তু শিল্পী নেই। শিল্পী সমিতি নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। তবে গত এক বছরে এ সংগঠনকে ঘিরে শিল্পীদের মুখরতা চোখে পড়েনি। এদিকে অমিত হাসানের সঙ্গে একমত পোষণ করে তার পোস্টে নায়ক ওমর সানী লিখেন, একদম সত্যি। ভালো বলেছিস।