ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিবিধ

সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন যুগান্তরের ইমন রহমান

স্টাফ রিপোর্টার

(১২ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ৯:২৩ অপরাহ্ন

mzamin

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর ‘সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেয়েছেন যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার ইমন রহমান। 

শনিবার বিএনএনআরসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান স্বাক্ষরিক এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

ইমন রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার দ্বারিয়াপুর গ্রামে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সাংবাদিকতায় হাতেখরি তার। জাবি প্রেসক্লাব’র প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন তিনি। জাতীয় পর্যায়ে কালের কণ্ঠ, মানব কণ্ঠ, দেশ রূপান্তর ও আজকের পত্রিকায় অপরাধ বিভাগে সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে তার। কর্মজীবনে অপরাধ বিষয়ক প্রতিবেদনের পাশাপাশি সড়ক নিরাপত্তা ও দূর্ঘটনার বিষয়ে অসংখ্য প্রতিবেদন তৈরি করেছেন তিনি।

উলে­খ্য, বিএনএনআরসি একটি গণমাধ্যম উন্নয়ন ও ডিজিটাল উন্নয়ন বিষয়ক সংস্থা যা ২০০০ সালে আত্মপ্রকাশ করে। বিএনএনআরসির কর্মপ্রচেষ্টা হলো বাংলাদেশে গণমাধ্যম উন্নয়ন ও ডিজিটাল উন্নয়নের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় রেখে গণমাধ্যমের জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু উভয় বিষয় নিয়ে গণমাধ্যমের উন্নয়ন এবং ডিজিটাল উন্নয়ন।

বিএনএনআরসি নলেজ-ড্রাইভেন মিডিয়া ও ডিজিটাল ডেভেলপমেন্ট -এর ভ‚মিকায় আঞ্চলিক, দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করে থাকে। এটি জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) ও জাতিসংঘের ইকোনোমিক এন্ড সোশ্যাল কাউন্সিল-এর বিশেষ পরামর্শক মর্যাদা প্রাপ্ত সংস্থা এবং জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার-২০১৬, ২০১৭, ২০১৯, ২০২১ এবং ২০২৩ এর বিজয়ী এবং চ্যাম্পিয়ন।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status