দেশ বিদেশ
২১ দফা বাস্তবায়নে প্রধান উপদেষ্টার প্রতি স্বতন্ত্র প্রার্থী ঐক্যপরিষদের আহ্বান
স্টাফ রিপোর্টার
(৭ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ৬:৫৫ অপরাহ্ন

অবিলম্বে ২১ দফা দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রহিম। শনিবার (১০ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানবন্ধনে তিনি এ আহ্বান জানান। আব্দুর রহিম বলেন, বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের লক্ষ্যে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে বিশেষ অবদান রেখেছেন। ফ্যাসিস্ট পতনের পর গত বছরের আগস্টের ১৭ তারিখ থেকে টানা ৭ দিন বিক্ষোভ, অনশন ও মানববন্ধন, সংবাদ সম্মেলন করে আমাদের ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানাই। সরকারের পক্ষ থেকেও দাবিগুলো বাস্তবায়নের জন্য আমাদের আশ্বস্ত করা হয় কিন্তু এখন পর্যন্ত দাবিগুলো বাস্তবায়ন করা হয়নি। বরং দাবিগুলো বাস্তবায়ন না করে নানা ছলচাতুরির আশ্রয় নেয়া হচ্ছে। এভাবে অন্তর্বর্তী সরকার চলতে থাকলে তাদের সব অর্জন ব্যর্থ হবে। তিনি আরো বলেন, আমলারা সরকারের নির্দেশ মানছেন না। এজন্য সরকারও স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তিনি আরো বলেন, এ সকল দাবি সমূহ সরকারকে অবশ্যই আগামী ৭ দিনের মধ্যে দৃশ্যমান বাস্তবায়ন করে দেখাতে হবে, অন্যথায় আমরা সরকারের ভূমি মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনসহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে ঘেরাও কর্মসূচি পালন করব। প্রয়োজনে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
সংস্কার শেষে মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য সরকারকে এক বছর সময় দিতে চায় স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ এমন মন্তব্য করে আব্দুর রহিম বলেন, আমরা নির্বাচনী ঐক্য গড়ার কাজ ইতিমধ্যে অনেক দূর এগিয়েছি। যদি আগামী নির্বাচনে জয়ী হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পাই তাহলে দেশকে আধুনিক ও উন্নত দেশ গড়তে যেসব কাজ করা প্রয়োজন আমরা সবই করবো। মানববন্ধনে এসময় বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।