দেশ বিদেশ
তারুণ্যের সেমিনার সমাবেশ করবে বিএনপি’র তিন সংগঠন
স্টাফ রিপোর্টার
২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবারঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় ‘তারুণ্যের সেমিনার এবং সমাবেশ’- এর আটদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি’র তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে তিন সংগঠনের এক যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
কর্মসূচিগুলো হলো- প্রথম কর্মসূচি: ৯ ও ১০ই মে চট্টগ্রামে। ৯ই মে ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার, ১০ই মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। দ্বিতীয় কর্মসূচি: ১৬ ও ১৭ই মে খুলনায়। ১৬ই মে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার, ১৭ই মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ।
এ ছাড়া তৃতীয় কর্মসূচি: ২৩ ও ২৪শে মে বগুড়ায়। ২৩শে মে ‘কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার, ২৪শে মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। চতুর্থ কর্মসূচি: ২৭ ও ২৮শে মে ঢাকায়। ২৭শে মে ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ২৮শে মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ।
মোনায়েম মুন্না বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভূতপূর্ব ও জনসম্পৃক্ত নির্দেশনায়, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে দেশের ১০টি সাংগঠনিক বিভাগকে চারটি বৃহত্তর বিভাগে ভাগ করে অংশগ্রহণ করবে এ কর্মসূচিতে। এই কর্মসূচিগুলোর মাধ্যমে জনগণের মতামত ও চিন্তা-ভাবনা সংগ্রহ করা হবে। যার ভিত্তিতে আমরা আমাদের রাজনৈতিক ও সামাজিক নীতিগুলোকে আরও জনকল্যাণমুখী ও মানুষের চাহিদা অনুযায়ী পরিমার্জিত করতে পারবো। তরুণদের একাগ্রতা, সম্পৃক্ততা ও অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের নীতিনির্ধারণ প্রক্রিয়াকে আরও জনমুখী ও জনগণের কাছে দায়বদ্ধ রাখার চেষ্টা করবো, ইনশাআল্লাহ্।
এই আটদিনের এসব কর্মসূচি প্রচারে গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা চান যুবদলের সভাপতি। সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করীম পল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রমুখ উপস্থিত ছিলেন।