বিনোদন
হিমির রেকর্ড
স্টাফ রিপোর্টার
২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার
হাল সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। বেশ অল্প সময়েই নিজের অভিনয়ের মাধ্যমে অগণিত মানুষের মন জয় করেছেন তিনি। টেলিভিশন ও ইউটিউব- দুই জায়গাতেই সমানতালে কাজ করছেন হিমি। বিশেষ করে নিলয়ের সঙ্গে জুটি বেঁধে হিমির করা নাটকগুলো গত কয়েক বছরে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। এদিকে, এবার নতুন রেকর্ড গড়লেন এ অভিনেত্রী। হিমি অভিনীত ১০৯টি নাটকের মধ্যে ইউটিউবে প্রতিটিই কোটির ভিউ ছাড়িয়েছে। শত নাটকের কোটি ভিউ ছাড়ানো প্রথম অভিনেত্রীও তিনি। এরইমধ্যে এমন রেকর্ডে শুভেচ্ছার বন্যায় ভাসছেন এ অভিনেত্রী। হিমিকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন অভিনেতা নিলয় আলমগীর, অভিনেত্রী মনিরা মিঠু থেকে শুরু করে অনেকেই। এমন রেকর্ড প্রসঙ্গে হিমি বলেন, এসবই দর্শকদের কারণে সম্ভব হয়েছে। তারা পছন্দ করেছেন বলেই নাটকগুলোর এত ভিউ হয়েছে। এর পুরো কৃতিত্ব আমি দর্শক, আমার সহকর্মী, আমার পরিবারসহ সবাইকে দিতে চাই। সামনেও এই ভালোবাসাটা আমাকে দিয়ে যাবেন সেটাই চাওয়া। এদিকে, হিমি বর্তমানে ব্যস্ত সময় পার করছেন আসছে কোরবানির ঈদের নাটক নিয়ে। প্রায় প্রতিদিনই শুটিংয়ে ব্যস্ত থাকছেন তিনি। এ অভিনেত্রী বলেন, গত ঈদের কাজগুলো দর্শক খুব পছন্দ করেছেন। কোরবানির ঈদের জন্যও কিছু নাটকের কাজ করছি। আমার বিশ্বাস, এগুলোও দর্শকের পছন্দের শীর্ষে থাকবে।