বিনোদন
লস অ্যানজেলেসে গাইবেন মৌসুমী
স্টাফ রিপোর্টার
২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার
অনেকদিন ধরেই দেশের জনপ্রিয় নায়িকা মৌসুমী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। এবার বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর উপলক্ষে ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যানজেলেস’ (বাফলা) আয়োজিত ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যাল’- এ গান গাইবেন তিনি। পাশাপাশি ২৭শে এপ্রিল মৌসুমী একটি নৃত্যও পরিবেশন করবেন। ২৬ ও ২৭শে এপ্রিল লস অ্যানজেলেসে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যাল’।