বিনোদন
ঈদ পেরিয়ে ‘মেঘের বৃষ্টি’
স্টাফ রিপোর্টার
২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার
ঈদ উৎসব পেরিয়ে এবার আসছে অন্য এক প্রেমের নাটক ‘মেঘের বৃষ্টি’। যে গল্পে ফারহান আহমেদ জোভানকে দেখা যাবে আমেরিকা প্রবাসী এক যুবকের চরিত্রে। অন্যদিকে, নাজনীন নীহাকে দেখা যাবে ঢাকা মেডিকেলের শিক্ষার্থী হিসেবে। ইমদাদ বাবুর গল্প ও চিত্রনাট্যে সিএমভি’র ব্যানারে নাটকটি বানিয়েছেন মাসরিকুল আলম। নাটকটি দ্রুতই মুক্তি পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।