বিনোদন
মন খারাপ স্বস্তিকার
বিনোদন ডেস্ক
২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার
ভারতের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদের চেহারা দেখে মন খারাপ স্বস্তিকা দত্তের। আর এই বছর তার জন্মদিনে নিরীহ পর্যটকদের মৃত্যুর ক্ষত। মঞ্চানুষ্ঠান করতে করতে কানে এসেছে হত্যালীলার ঘটনা। তখন থেকেই অন্যমনস্ক তিনি। মঙ্গলবার রাতে তার ঘুম আসেনি। বুধবারে গুলির শব্দ আর আর্তচিৎকার শুনেই কেটেছে তার জন্মদিন। তাই এ বছর জন্মদিন পালন করছেন না অভিনেত্রী।