বিনোদন
ঈদে আসছেন মন্দিরা
স্টাফ রিপোর্টার
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
গিয়াসউদ্দিন সেলিম অভিনীত ‘কাজল রেখা’য় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মন্দিরা চক্রবর্তী। এবার এটি মুক্তি পেতে যাচ্ছে তার দ্বিতীয় সিনেমা। আসছে কোরবানির ঈদে মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘নীলচক্র’। এতে মন্দিরার নায়ক আরিফিন শুভ। ছবিটির কাজ বেশ আগে শেষ হলেও নানা কারণে মুক্তি পায়নি। বেশ ভিন্নধর্মী একটি গল্পে তৈরি হচ্ছে এ সিনেমা। প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমে নেশায় বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছেন। অনেকেই পা দিচ্ছেন সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘নীলচক্র’। নির্মাতা মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। ‘নীলচক্র’ ছবিতে আরও অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। মন্দিরা বলেন, ছবিটির গল্প ও তাতে আমার চরিত্রটি অনেক সুন্দর, ব্যতিক্রমী। সিনেমাটি নিয়ে বেশ প্রত্যাশা রয়েছে আমাদের সবারই। আশা করছি, ছবিটি মুক্তি পেলে ভালো লাগবে সবার।